Ei To Sedin Tumi
Manna Dey
3:23যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে ও বন্ধু ও আমার ভালবাসা অনুরাগ রঙ ভরা দু একটি দাগ আঁকব তোমার দুনয়নে যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে ওই পাখীটার নাম বুঝি অঞ্জনা রোদ্দুরে মেলে দেয় নীল ডানা ওই পাখীটার নাম বুঝি অঞ্জনা রোদ্দুরে মেলে দেয় নীল ডানা ওর ঠোঁট থেকে টুপ টাপ ঝরে পড়ে কিছু সুখ চলো না কুড়োই দুজনে ও বন্ধু ও আমার ভালবাসা অনুরাগ রঙ ভরা দু একটি দাগ আঁকব তোমার দু নয়নে যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে ওই নদীটার নাম বুঝি রঞ্জনা ওর সাথে আকাশের জানা-শোনা ওই নদীটার নাম বুঝি রঞ্জনা ওর সাথে আকাশের জানা-শোনা ওর বুক থেকে কিছু গান কিছু কিছু কলতান চলো না কুড়োই দু জনে ও বন্ধু ও আমার ভালবাসা অনুরাগ রঙ ভরা দু একটি দাগ আঁকব তোমার দু নয়নে যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে ও বন্ধু ও আমার ভালবাসা ও বন্ধু ও আমার ভালবাসা