Gaan Guli Mor

Gaan Guli Mor

Manoj Murali Nair

Альбом: Gaan Guli Mor
Длительность: 2:18
Год: 2022
Скачать MP3

Текст песни

গানগুলি মোর শৈবালেরই দল, আহা
গানগুলি মোর

ওরা বন্যাধারায় পথ যে হারায়
উদ্দাম চঞ্চল, আহা

গানগুলি মোর শৈবালেরই দল, আহা
গানগুলি মোর

ওরা কেনই আসে যায় বা চলে, অকারণের হাওয়ায় দোলে
ওরা কেনই আসে যায় বা চলে, অকারণের হাওয়ায় দোলে
চিহ্ন কিছুই যায় না রেখে, পায় না কোনো ফল, আহা

গানগুলি মোর শৈবালেরই দল, আহা
গানগুলি মোর

ওদের সাধন তো নাই, কিছু সাধন তো নাই
ওদের বাঁধন তো নাই, কোনো বাঁধন তো নাই, আহা
ওদের সাধন তো নাই, কিছু সাধন তো নাই
ওদের বাঁধন তো নাই, কোনো বাঁধন তো নাই, আহা

উদাস ওরা উদাস করে গৃহহারা পথের স্বরে
ভুলে-যাওয়ার স্রোতের 'পরে করে টলোমল, আহা

গানগুলি মোর শৈবালেরই দল, আহা
গানগুলি মোর

ওরা বন্যাধারায় পথ যে হারায়
উদ্দাম চঞ্চল, আহা

গানগুলি মোর শৈবালেরই দল, আহা
গানগুলি মোর