Chiro Adhora
Miftah Zaman
6:24দিনের শেষে ক্লান্ত এ নগরে অনেক কিছুর ভীড়ে তোমায় মনে করে তোমায় মনে করে শ্রান্তিরা সব মুছে যায় আমার ভেতরে শ্রান্তিরা সব মুছে যায় আমার ভেতরে আমার ভালোবাসা তাই ওড়ে চলে সেখানে তোমার আমার ছোট্ট সে ঘর যেখানে তোমার আমার ছোট্ট সে ঘর যেখানে... আঁধার একটু কাছে এলে পরে অভিমানের ছায়া পড়ে টোল পড়া গালে আমি ভাবি তখন দু'চোখ বুঁজে একমুঠো আবেগ কখন ঝরবে এ বুকে অবশেষে দেখি উঁকি দিয়ে এক টুকরো চাঁদ আমারই ঘরে অবশেষে দেখি উঁকি দিয়ে এক টুকরো চাঁদ আমারই ঘরে জোছনা ঝরে পড়ে আমায় দেখে তার সে অভিমান দু'চোখ বেয়ে আমাদের ভালোবাসা ঘিরে থাকুক এখানে তোমার আমার ছোট্ট সে ঘর যেখানে তোমার আমার ছোট্ট সে ঘর যেখানে