Bhalobasha Dibosh

Bhalobasha Dibosh

Miftah Zaman

Альбом: Adorer Shuktara
Длительность: 5:08
Год: 2014
Скачать MP3

Текст песни

বুনোফুলে আজ অমর সুবাস
বাতাসের গায়ে গায়ে প্রিয় আভাস
রঙে রঙে গড়া রংধনু দিয়ে
ভরে গেছে চেনা এ আকাশ

আজ ভালোবাসা দিবস
আজ ভালোবাসার দিন
ভোরের আলো সঙ্গী করে
ভালোবাসবো চিরদিন (ভালোবাসি...)
আজ ভালোবাসা দিবস
আজ ভালোবাসার দিন
ভোরের আলো সঙ্গী করে
ভালোবাসবো চিরদিন

দীঘল মেঘের ভেলায় চলো
সুখপ্রহরে যাই ভেসে
হাত বাড়িয়ে দেখো তুমি
এইতো আমি তোমারই পাশে
দীঘল মেঘের ভেলায় চলো
সুখপ্রহরে যাই ভেসে
হাত বাড়িয়ে দেখো তুমি
এইতো আমি তোমারই পাশে

ঝিরিঝিরি ওই ছায়ামেলায় চলো
গড়ে তুলি আমাদের আবাস (ভালোবাসি...)
আজ ভালোবাসা দিবস
আজ ভালোবাসার দিন
ভোরের আলো সঙ্গী করে
ভালোবাসবো চিরদিন

You're the one I've been endlessly looking for
You're the one for whom my heart has an open door
You're my sacred shrine
You're my blessing divine
You're the one I keep holding on till the eternal sunshine

নীলকন্ঠ পাখিরা সব
মিষ্টি সুরে যায় গেয়ে
ভেবো না শুধু জেনে রাখো
থাকবো আমি তোমারই হয়ে
নীলকন্ঠ পাখিরা সব
মিষ্টি সুরে যায় গেয়ে
ভেবো না শুধু জেনে রাখো
থাকবো আমি তোমারই হয়ে
দলে দলে সব প্রজাপতি এসে
সাজিয়ে দেয় প্রিয় এ নিবাস (ভালোবাসি...)

আজ ভালোবাসা দিবস
আজ ভালোবাসার দিন
ভোরের আলো সঙ্গী করে
ভালোবাসবো চিরদিন (ভালোবাসি...)

আজ ভালোবাসা দিবস
আজ ভালোবাসার দিন
ভোরের আলো সঙ্গী করে
ভালোবাসবো চিরদিন (ভালোবাসি...)

আজ ভালোবাসা দিবস
আজ ভালোবাসার দিন
ভোরের আলো সঙ্গী করে
ভালোবাসবো চিরদিন (ভালোবাসি...)

আজ ভালোবাসা দিবস
আজ ভালোবাসার দিন...