Hoyto Tomari Janya
Miftah Zaman
3:15এক ফাগুনে ফোটে কত ফুল হয়নি কভু গুনা বিদায় তিথির সবগুলো গান হয়নি সেদিন শোনা যায়না মাপা ঠিক কত জল এক বরষায় ঝরে তবুও আকাশ ঝেপে বৃষ্টি এলে সে তোমায় মনে পড়ে এখানে আমি কাঁদতে আসিনি ভিজিয়ে চোখেরই পাতা বৃষ্টি যখন শুধু আমাকে ভাবায় ভরে ওঠে গানেরই খাতায় এক দুপুরে শুকাতে কি পারে ঢেউ যত আছে সাগরে যে পাখি ডানা মেলেছে ভোরে সন্ধ্যায় আসে তো ফিরে বিসর্জনের শেষটা কোথায় বুঝবো কেমন করে একলা মনের যত না বলা কথায় সে তোমায় মনে পড়ে জীবন যখন যেখানে যেমন তবুও তো আছি বেঁচে দৃষ্টি এখন খোঁজে পেছনে ফিরে যতকিছু হারিয়ে গেছে এক কবিতায় পায়না যে ঠাঁই কখনো সব উপমা অতঃপর অবেলায় অনুভবে সে অবশেষে অদ্বিতীয়া অবাক চাঁদের সেই আলো হাসে আজও পৃথিবীর 'পরে আড়ালে যেথায় তুমি চির অধরা সে তোমায় মনে পড়ে সে তোমায় মনে পড়ে সে তোমায় মনে পড়ে সে তোমায়... মনে পড়ে...