Chokh Duto Tanna Tanna

Chokh Duto Tanna Tanna

Mohammed Aziz

Альбом: Adhunik Bangla Gaan
Длительность: 6:45
Год: 1991
Скачать MP3

Текст песни

চোখ দুটো টানাটানা, ঠোঁট দুটো লাল
লজ্জায় রাঙা হয়ে থাকে তার গাল
চোখ দুটো টানাটানা, ঠোঁট দুটো লাল
লজ্জায় রাঙা হয়ে থাকে তার গাল

কখনো সাজে না, কাজলও পরে না
কখনো সাজে না, কাজলও পরে না
তবু রুপেরই বাহার

চোখ দুটো টানাটানা, ঠোঁট দুটো লাল
লজ্জায় রাঙা হয়ে থাকে তার গাল
চোখ দুটো টানাটানা, ঠোঁট দুটো লাল
লজ্জায় রাঙা হয়ে থাকে তার গাল

শাড়ির আঁচল জড়িয়ে গায়ে
নূপুর ছাড়া দু'টি পায়ে
পথ চলে সে ধীরে ধীরে
দেখে না আমায় ফিরে
শাড়ির আঁচল জড়িয়ে গায়ে
নূপুর ছাড়া দু'টি পায়ে
পথ চলে সে ধীরে ধীরে
দেখে না আমায় ফিরে

কখনো সাজে না, আলতাও পরে না
কখনো সাজে না, আলতাও পরে না
তবু রুপেরই বাহার

চোখ দুটো টানাটানা, ঠোঁট দুটো লাল
লজ্জায় রাঙা হয়ে থাকে তার গাল
চোখ দুটো টানাটানা, ঠোঁট দুটো লাল
লজ্জায় রাঙা হয়ে থাকে তার গাল

ফুলের মতোই দেখতে যে সে
মুক্ত ঝরে উঠলে হেসে
দেখে তারে এলোচুলে
গেছি যে সবই ভুলে
ফুলের মতোই দেখতে যে সে
মুক্ত ঝরে উঠলে হেসে
দেখে তারে এলোচুলে
গেছি যে সবই ভুলে

কখনো সাজে না, চুল তো বাঁধে না
কখনো সাজে না, চুল তো বাঁধে না
তবু রূপেরই বাহার

চোখ দুটো টানাটানা, ঠোঁট দুটো লাল
লজ্জায় রাঙা হয়ে থাকে তার গাল
চোখ দুটো টানাটানা, ঠোঁট দুটো লাল
লজ্জায় রাঙা হয়ে থাকে তার গাল

কেমন করে বলবো তাকে
ভালোবাসি আমি তোমাকে
দেয় না সাড়া ডাকলে তারে
বোঝাবো কেমন করে
কেমন করে বলবো তাকে
ভালোবাসি আমি তোমাকে
দেয় না সাড়া ডাকলে তারে
বোঝাবো কেমন করে

কথা সে বলে না, ভুলেও হাসে না
কথা সে বলে না, ভুলেও হাসে না
তবু রূপেরই বাহার

চোখ দুটো টানাটানা, ঠোঁট দুটো লাল
লজ্জায় রাঙা হয়ে থাকে তার গাল
চোখ দুটো টানাটানা, ঠোঁট দুটো লাল
লজ্জায় রাঙা হয়ে থাকে তার গাল

কখনো সাজে না, কাজলও পরে না
কখনো সাজে না, কাজলও পরে না
তবু রুপেরই বাহার

চোখ দুটো টানাটানা, ঠোঁট দুটো লাল
লজ্জায় রাঙা হয়ে থাকে তার গাল
চোখ দুটো টানাটানা, ঠোঁট দুটো লাল
লজ্জায় রাঙা হয়ে থাকে তার গাল