Lal Shari
Mohd Aziz
5:04প্রথম দেখায় যাকে আমার এ মন দিয়েছি ফুলের নামে করবী তার নাম রেখেছি প্রথম দেখায় যাকে আমার এ মন দিয়েছি ফুলের নামে করবী তার নাম রেখেছি এখনও জানে না, এ খবর জানে না এখনও জানে না, এ খবর জানে না জানে না সে তাকেই আমি ভালোবেসেছি হায়, হায়, প্রথম দেখায় যাকে আমার এ মন দিয়েছি ফুলের নামে করবী তার নাম রেখেছি এখনও জানে না, এ খবর জানে না এখনও জানে না, এ খবর জানে না জানে না সে তাকেই আমি ভালোবেসেছি হায়, হায়, প্রথম দেখায় যাকে আমার এ মন দিয়েছি ফুলের নামে করবী তার নাম রেখেছি আঁকা হয়ে গেছে সেদিন প্রথম দেখার ক্ষণেতে ইন্দ্রধনুর সাতটি রঙে তার ছবি এ মনেতে ও, আঁকা হয়ে গেছে সেদিন প্রথম দেখার ক্ষণেতে ইন্দ্রধনুর সাতটি রঙে তার ছবি এ মনেতে না, না, জানে না, এখনও জানে না না, না, জানে না, এখনও জানে না জানে না সে তাকেই আমি ভালোবেসেছি হায়রে, প্রথম দেখায় যাকে আমার এ মন দিয়েছি ফুলের নামে করবী তার নাম রেখেছি কাজল পরা হরিণ চোখের মায়ায় গেছি হারিয়ে বোঝেনি তো মনের কথা সামনে আমার দাঁড়িয়ে ও, কাজল পরা হরিণ চোখের মায়ায় গেছি হারিয়ে বোঝেনি তো মনের কথা সামনে আমার দাঁড়িয়ে জানে না, জানে না, তবুও জানে না জানে না, জানে না, তবুও জানে না জানেই না সে তাকেই আমি ভালোবেসেছি হায়রে, প্রথম দেখায় যাকে আমার এ মন দিয়েছি ফুলের নামে করবী তার নাম রেখেছি বেনারসি পরিয়ে তাকে, সিঁদুর দিয়ে সিঁথিতে বধূ করে আসবো নিয়ে তাকেই আমি বাড়িতে বেনারসি পরিয়ে তাকে, সিঁদুর দিয়ে সিঁথিতে বধূ করে আনবো নিয়ে তাকেই আমি বাড়িতে কোনো কথা শুনবো না, কারো বাধা মানবো না কোনো কথা শুনবো না, কারো বাধা মানবো না মনে-প্রাণে তাকেই আমি ভালোবেসেছি প্রথম দেখায় যাকে আমার এ মন দিয়েছি ফুলের নামে করবী তার নাম রেখেছি প্রথম দেখায় যাকে আমার এ মন দিয়েছি ফুলের নামে করবী তার নাম রেখেছি এখনও জানে না, এ খবর জানে না এখনও জানে না, এ খবর জানে না জানে না সে তাকেই আমি ভালোবেসেছি হায়, হায়, প্রথম দেখায় যাকে আমার এ মন দিয়েছি ফুলের নামে করবী তার নাম রেখেছি প্রথম দেখায় যাকে আমার এ মন দিয়েছি ফুলের নামে করবী তার নাম রেখেছি