Jontrona (From "No Dorai")

Jontrona (From "No Dorai")

Mohon Sharif

Длительность: 4:40
Год: 2019
Скачать MP3

Текст песни

আমার চোখে সব কিছু ঝাপসা মনে হয়
আমার মনে সব কিছু কেন এলোমেলো লাগে?
আমার চোখে সব কিছু ঝাপসা মনে হয়
আমার মনে সব কিছু কেন এলোমেলো লাগে?

দিনের শুরু থেকে
ভাবি শুধু তোমায় নিয়ে
মনে তবু এক কঠিন
যন্ত্রণার অন্ত নেই

মন থেকে কী করে ভুলে যাবো তোমার এ ছবি?
এই অনুভূতি থেকে ছুটে যাবো কবে?
যন্ত্রণার অন্ত নেই
যন্ত্রণার অন্ত নেই

আজও কেন যেন লাগে
এখনও আমার সব কিছুই যে শেষ হয়নি, এখনও বাকি
আজও কেন যেন লাগে
এখনও আমার সব কিছুই যে শেষ হয়নি, এখনও বাকি

কেন তোমার কথা এখনও কানে বাজে?
না বলা কথা গুলো রয়ে গেলো...
অসমাপ্ত

মন থেকে কী করে ভুলে যাবো তোমার এ ছবি?
এই অনুভূতি থেকে ছুটে যাবো কবে?
যন্ত্রণার অন্ত নেই
যন্ত্রণার অন্ত নেই