Tomake Bhalobese

Tomake Bhalobese

Moni Kishor

Альбом: Ki Chilo Amar Bhul
Длительность: 4:35
Год: 2016
Скачать MP3

Текст песни

তোমাকে ভালোবেসে কান্নায় ভাসতে হলো
তোমাকে ভালোবেসে কান্নায় ভাসতে হলো

বুক ভেঙে যায় আমার
চোখদুটো জলে ছলছল
বুক ভেঙে যায় আমার
চোখদুটো জলে ছলছল, হায়

তোমাকে ভালোবেসে কান্নায় ভাসতে হলো
তোমাকে ভালোবেসে কান্নায় ভাসতে হলো

এতদিন পরে আমি বুঝলাম তোমাকে
ভালো তো বাসোনি তুমি কখনও আমাকে
এতদিন পরে আমি বুঝলাম তোমাকে
ভালো তো বাসোনি তুমি কখনও আমাকে

কী আমার দোষ ছিল?
একবার শুধু তুমি বলো
কী আমার দোষ ছিল?
একবার শুধু তুমি বলো, হায়

তোমাকে ভালোবেসে কান্নায় ভাসতে হলো
তোমাকে ভালোবেসে কান্নায় ভাসতে হলো

অভিনয় করে গেলে, দিলে যে ছলনা
কী করে সইব আমি এত যে বেদনা?
অভিনয় করে গেলে, দিলে যে ছলনা
কী করে সইব আমি এত যে বেদনা?

ভুল বুঝে চলে গেলে
এ জীবন হলো এলোমেলো
ভুল বুঝে চলে গেলে
এ জীবন হলো এলোমেলো, হায়

তোমাকে ভালোবেসে কান্নায় ভাসতে হলো
তোমাকে ভালোবেসে কান্নায় ভাসতে হলো

বুক ভেঙে যায় আমার
চোখদুটো জলে ছলছল
বুক ভেঙে যায় আমার
চোখদুটো জলে ছলছল, হায়

তোমাকে ভালোবেসে কান্নায় ভাসতে হলো
তোমাকে ভালোবেসে কান্নায় ভাসতে হলো