Ekhon Ar Nei

Ekhon Ar Nei

Monir Khan

Длительность: 4:31
Год: 2017
Скачать MP3

Текст песни

ভালোবাসা ভালো নয় (ভালোবাসা ভালো নয়)
তবে কেন তুমি (তবে কেন তুমি)
মিথ্যে প্রেমে এই জীবন করলে মরুভূমি?

ভালোবাসা ভালো নয় (ভালোবাসা ভালো নয়)
তবে কেন তুমি (তবে কেন তুমি)
মিথ্যে প্রেমে এই জীবন করলে মরুভূমি?

ভালোবাসা ভালো নয়

ওই দু'টি চোখ জুড়ে ছিল কত প্রেম, ছিল ভালোবাসা
জীবনের সব সুখ নিয়ে গেছ, রেখে গেছ নিরাশা
ওই দু'টি চোখ জুড়ে ছিল কত প্রেম, ছিল ভালোবাসা
জীবনের সব সুখ নিয়ে গেছ, রেখে গেছ নিরাশা

একরাশি ছলনায় (একরাশি ছলনায়)
করে গেছ ঋণী (করে গেছ ঋণী)
ভেঙে গেছে যে বাঁশি, কার সুর শুনি?

ভালোবাসা ভালো নয়, তবে কেন তুমি
মিথ্যে প্রেমে এই জীবন করলে মরুভূমি?
ভালোবাসা ভালো নয়

তোমাতেই সবকিছু পেয়েছিলাম, তাই কিছু খুঁজিনি
তোমার ওই ভালোবাসা সাজানো ছিল, তা আগে বুঝিনি
তোমাতেই সবকিছু পেয়েছিলাম, তাই কিছু খুঁজিনি
তোমার ওই ভালোবাসা সাজানো ছিল, তা আগে বুঝিনি

রেখে গেছো যে স্মৃতি (রেখে গেছো যে স্মৃতি)
তাই নিয়ে আছি (তাই নিয়ে আছি)
স্মৃতিটুকু ছাড়া আর কী নিয়ে বলো বাঁচি

ভালোবাসা ভালো নয়, তবে কেন তুমি
মিথ্যে প্রেমে এই জীবন করলে মরুভূমি?

ভালোবাসা ভালো নয় (ভালোবাসা ভালো নয়)
ভালোবাসা ভালো নয় (ভালোবাসা ভালো নয়)
ভালোবাসা ভালো নয় (ভালোবাসা ভালো নয়)
ভালোবাসা ভালো নয় (ভালোবাসা ভালো নয়)
ভালোবাসা ভালো নয় (ভালোবাসা ভালো নয়)
ভালোবাসা ভালো নয় (ভালোবাসা ভালো নয়)