Kothay Phirish

Kothay Phirish

Nandita

Альбом: Anweshan
Длительность: 5:17
Год: 2022
Скачать MP3

Текст песни

কোথায় ফিরিস পরম শেষের অন্বেষণে।

অশেষ হয়ে সেই তো আছে এই ভুবনে॥

          তারি বাণী দু হাত বাড়ায় শিশুর বেশে,

          আধো ভাষায় ডাকে তোমার বুকে এসে,

              তারি ছোঁওয়া লেগেছে ওই কুসুমবনে॥

কোথায় ফিরিস ঘরের লোকের অন্বেষণে--

পর হয়ে সে দেয় যে দেখা ক্ষণে ক্ষণে।

          তার বাসা-যে সকল ঘরের বাহির-দ্বারে,

          তার আলো যে সকল পথের ধারে ধারে,

              তাহারি রূপ গোপন রূপে জনে জনে॥