Jibonanondo

Jibonanondo

Niaz Mohammad Chowdhury

Альбом: Jibonanondo
Длительность: 4:20
Год: 2025
Скачать MP3

Текст песни

জীবনানন্দ হয়ে
সংসারে আজও আমি
সব কিছু ভুলে যেন
করিলেম দেন
তুমিও তো বেশ আছো
ভালই আছো
কবিতায় পড়া সেই
বনলতা সেন, হায়

জীবনানন্দ হয়ে
সংসারে আজও আমি
সব কিছু ভুলে যেন
করিলেম দেন
তুমিও তো বেশ আছো
ভালই আছো
কবিতায় পড়া সেই
বনলতা সেন, হায়

জীবনানন্দ হয়ে
সংসারে আজও আমি...

টানা টানা চোখে কালি পড়েনি কোন
হাসলেও গালে টোল পড়ে এখনও
টানা টানা চোখে কালি পড়েনি কোন
হাসলেও গালে টোল পড়ে এখনও
কি যাদু জানো তা বিধাতা জানেন
কবিতায় পড়া সেই
বনলতা সেন, হায়

জীবনানন্দ হয়ে
সংসারে আজও আমি...

পরিপাটি বেসবাস তেমনি আছে
ঘটনার কোন রেশ নেইতো কাছে
পরিপাটি বেসবাস তেমনি আছে
ঘটনার কোন রেশ নেইতো কাছে
এভাবে সবাই কি থাকতে পারে?
কবিতায় পড়া সেই
বনলতা সেন, হায়

জীবনানন্দ হয়ে
সংসারে আজও আমি
সব কিছু ভুলে যেন
করিলেম দেন
তুমিও তো বেশ আছো
ভালই আছো
কবিতায় পড়া সেই
বনলতা সেন, হায়

জীবনানন্দ হয়ে
সংসারে আজও আমি...