Mon Shudhu Mon Chhuyechhe

Mon Shudhu Mon Chhuyechhe

Partha Barua

Длительность: 4:45
Год: 2018
Скачать MP3

Текст песни

মন শুধু মন ছুঁয়েছে
(মন শুধু মন)
ও সে তো মুখ খোলে নি
সুর শুধু সুর তুলেছে
ভাষা তো দেয় নি
মন শুধু মন ছুঁয়েছে
(মন শুধু মন)
ও সে তো মুখ খোলে নি
সুর শুধু সুর তুলেছে
ভাষা তো দেয় নি
মন শুধু মন ছুঁয়েছে
(মন শুধু মন)

চোখেরও দৃষ্টি যেন
মনেরও গীতি কবিতা
বুকেরও ভালবাসা
যেথায় রয়েছে গাঁথা
চোখেরও দৃষ্টি যেন
মনেরও গীতি কবিতা
বুকেরও ভালবাসা
যেথায় রয়েছে গাঁথা
আমি তো সেই কবিতা পড়েছি
মনে মনে সুর দিয়েছি
কেউ জানে নি
মন শুধু মন ছুঁয়েছে

(মন শুধু মন)

যখনই তোমার চোখে
আমার মুখখানি দেখি
স্বপনও কুসুম থেকে
হৃদয়ে সুরভি মাখি
যখনই তোমার চোখে
আমার মুখখানি দেখি
স্বপনও কুসুম থেকে
হৃদয়ে সুরভি মাখি
তুমি কি সেই কবিতা পড়েছো
স্বপনেরও দ্বার খুলেছো
কিছু জানে নি
মন শুধু মন ছুঁয়েছে
(মন শুধু মন)
ও সে তো মুখ খোলে নি
সুর শুধু সুর তুলেছে
ভাষা তো দেয় নি
মন শুধু মন ছুঁয়েছে
(মন শুধু মন)...