Kagojer Nouka

Kagojer Nouka

Pradip Ghosh

Альбом: Rabindra Sangeet
Длительность: 4:24
Год: 2019
Скачать MP3

Текст песни

কাগজের নৌকা

ছুটি হলে রোজ ভাসাই জলে
কাগজ-নৌকাখানি
লিখে রাখি তাতে আপনার নাম
লিখি আমাদের বাড়ি কোন গ্রাম
বড়ো বড়ো করে মোটা অক্ষরে
যতনে লাইন টানি

যদি সে নৌকা আর কোনো দেশে
আর কারো হাতে পড়ে গিয়ে শেষে
আমার লিখন পড়িয়া তখন
বুঝিবে সে অনুমানি
কার কাছ হতে ভেসে এল স্রোতে
কাগজ-নৌকাখানি

আমার নৌকা সাজাই যতনে
শিউলি বকুলে ভরি
বাড়ির বাগানে গাছের তলায়
ছেয়ে থাকে ফুল সকাল বেলায়
শিশিরের জল করে ঝলমল
প্রভাতের আলো পড়ি

সেই কুসুমের অতি ছোটো বোঝা
কোন দিক-পানে চলে যায় সোজা
বেলাশেষে যদি পার হয়ে নদী
ঠেকে কোনোখানে যেয়ে
প্রভাতের ফুল সাঁঝে পাবে কূল
কাগজের তরী বেয়ে

আমার নৌকা ভাসাইয়া জলে
চেয়ে থাকি বসি তীরে
ছোটো ছোটো ঢেউ উঠে আর পড়ে
রবির কিরণে ঝিকিমিকি করে
আকাশেতে পাখি চলে যায় ডাকি
বায়ু বহে ধীরে ধীরে

গগনের তলে মেঘ ভাসে কত
আমারি সে ছোটো নৌকার মতো
কে ভাসালে তায়, কোথা ভেসে যায়
কোন দেশে গিয়ে লাগে
ঐ মেঘ আর তরণী আমার
কে যাবে কাহার আগে

বেলা হলে শেষে বাড়ি থেকে এসে
নিয়ে যায় মোরে টানি
আমি ঘরে ফিরি, থাকি কোনে মিশি
যেথা কাটে দিন সেথা কাটে নিশি
কোথা কোন গাঁয় ভেসে চলে যায়
আমার নৌকাখানি

কোন পথে যাবে কিছু নাই জানা
কেহ তারে কভু নাহি করে মানা
ধরে নাহি রাখে, ফিরে নাহি ডাকে
ধায় নব নব দেশে
কাগজের তরী, তারি 'পরে চড়ি
মন যায় ভেসে ভেসে

রাত হয়ে আসে, শুই বিছানায়
মুখ ঢাকি দুই হাতে
চোখ বুজে ভাবি, এমন আঁধার
কালি দিয়ে ঢালা নদীর দু ধার
তারি মাঝখানে কোথায় কে জানে
নৌকা চলেছে রাতে

আকাশের তারা মিটিমিটি করে
শিয়াল ডাকিছে প্রহরে প্রহরে
তরীখানি বুঝি ঘর খুঁজি খুঁজি
তীরে তীরে ফিরে ভাসি
ঘুম লয়ে সাথে চড়েছে তাহাতে
ঘুমপাড়ানিয়া মাসি