Noukajatra

Noukajatra

Pradip Ghosh

Альбом: Rabindra Sangeet
Длительность: 2:27
Год: 2019
Скачать MP3

Текст песни

নৌকাযাত্রা

মধু মাঝির ওই যে নৌকোখানা
বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে
কারো কোনো কাজে লাগছে না তো
বোঝাই করা আছে কেবল পাটে
আমায় যদি দেয় তারা নৌকাটি
আমি তবে একশোটা দাঁড় আঁটি
পাল তুলে দিই চারটে, পাঁচটা, ছ'টা
মিথ্যে ঘুরে বেড়াই নাকো হাটে

আমি কেবল যাব একটিবার
সাত সমুদ্র ১৩ নদীর পার
তখন তুমি কেঁদো না মা, যেন
বসে বসে একলা ঘরের কোণে
আমি তো মা, যাচ্ছি নেকো চলে
রামের মতো ১৪ বছর বনে
আমি যাব রাজপুত্র হয়ে
নৌকো-ভরা সোনামানিক বয়ে
আশুকে আর শ্যামকে নেব সাথে
আমরা শুধু যাব মা তিন জনে

আমি কেবল যাব একটিবার
সাত সমুদ্র ১৩ নদীর পার
ভোরের বেলা দেব নৌকো ছেড়ে
দেখতে দেখতে কোথায় যাব ভেসে
দুপুরবেলা তুমি পুকুর-ঘাটে
আমরা তখন নতুন রাজার দেশে

পেরিয়ে যাব তিরপুর্নির ঘাট
পেরিয়ে যাব তেপান্তরের মাঠ
ফিরে আসতে সন্ধে হয়ে যাবে
গল্প বলব তোমার কোলে এসে
আমি কেবল যাব একটিবার
সাত সমুদ্র ১৩ নদীর পার