Chrono Dhorite Diyo Go Amare
Iman Chakraborty
4:22নৌকাযাত্রা মধু মাঝির ওই যে নৌকোখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাটে আমায় যদি দেয় তারা নৌকাটি আমি তবে একশোটা দাঁড় আঁটি পাল তুলে দিই চারটে, পাঁচটা, ছ'টা মিথ্যে ঘুরে বেড়াই নাকো হাটে আমি কেবল যাব একটিবার সাত সমুদ্র ১৩ নদীর পার তখন তুমি কেঁদো না মা, যেন বসে বসে একলা ঘরের কোণে আমি তো মা, যাচ্ছি নেকো চলে রামের মতো ১৪ বছর বনে আমি যাব রাজপুত্র হয়ে নৌকো-ভরা সোনামানিক বয়ে আশুকে আর শ্যামকে নেব সাথে আমরা শুধু যাব মা তিন জনে আমি কেবল যাব একটিবার সাত সমুদ্র ১৩ নদীর পার ভোরের বেলা দেব নৌকো ছেড়ে দেখতে দেখতে কোথায় যাব ভেসে দুপুরবেলা তুমি পুকুর-ঘাটে আমরা তখন নতুন রাজার দেশে পেরিয়ে যাব তিরপুর্নির ঘাট পেরিয়ে যাব তেপান্তরের মাঠ ফিরে আসতে সন্ধে হয়ে যাবে গল্প বলব তোমার কোলে এসে আমি কেবল যাব একটিবার সাত সমুদ্র ১৩ নদীর পার