Bojhena Shey Bojhena

Bojhena Shey Bojhena

Prashmita Paul

Длительность: 7:10
Год: 2012
Скачать MP3

Текст песни

বড় ইচ্ছে করছে ডাকতে
তার গন্ধে মেখে থাকতে
কেন সন্ধ্যে-সন্ধ্যে নামলে সে পালায়
তাকে আটকে রাখার চেষ্টা
বাড়িয়ে দিচ্ছে তেষ্টা
আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়

বোঝে না, সে বোঝে না
বোঝে না, সে বোঝে না
বোঝে না, সে বোঝে না
বোঝে না, সে বোঝে না
বোঝে না, বোঝে না, বোঝে না
বোঝে না, বোঝে না, বোঝে না

পায় স্বপ্ন স্বপ্ন লগ্নে
তার অন্য অন্য ডাকনাম
তাকে নিত্য নতুন যত্নে কে সাজায়
সব স্বপ্ন সত্যি হয় কার
তবু দেখতে দেখতে কাটছি
আর হাঁটছি যেদিকে আমার দু'চোখ যায়

বোঝে না, সে বোঝে না
বোঝে না, সে বোঝে না
বোঝে না, সে বোঝে না
বোঝে না, সে বোঝে না
বোঝে না, বোঝে না, বোঝে না
বোঝে না, বোঝে না, বোঝে না

আজ সব সত্যি মিথ্যে
দিন বলছে যেতে যেতে
মন গুমরে গুমরে মরছে, কি উপায়
জানি স্বপ্ন সত্যি হয় না
মন মানতে চায় না
কেন এমন রাত্রি নামছে জানলায়

বোঝে না, সে বোঝে না
বোঝে না, সে বোঝে না
বোঝে না, সে বোঝে না
বোঝে না, সে বোঝে না
বোঝে না, বোঝে না, বোঝে না
বোঝে না, বোঝে না, বোঝে না

এটা গল্প হলেও পারতো
পাতা একটা আধটা পড়তাম
খুব লুকিয়ে বাঁচিয়ে রাখতাম তাকে
জানি আবার আসবে কালকে
নিয়ে পালকি পালকি ভাবনা
ফের চলে যাবে করে একলা আমাকে

বোঝে না, সে বোঝে না
বোঝে না, সে বোঝে না
বোঝে না, সে বোঝে না
বোঝে না, সে বোঝে না
বোঝে না, বোঝে না, বোঝে না
বোঝে না, বোঝে না, বোঝে না

বোঝে না, সে বোঝে না
বোঝে না, সে বোঝে না
বোঝে না, সে বোঝে না
বোঝে না, সে বোঝে না
বোঝে না, সে বোঝে না
বোঝে না, সে বোঝে না
বোঝে না, বোঝে না, বোঝে না
বোঝে না, বোঝে না, বোঝে না