Belphul Eney Dao

Belphul Eney Dao

Purabi Dutta

Длительность: 2:27
Год: 2014
Скачать MP3

Текст песни

বেল ফুল এনে দাও, চাই না বকুল
চাই না হেনা, আনো আমের মুকুল
বেল ফুল এনে দাও, চাই না বকুল

গোলাপ বড়ো গরবী, এনে দাও কবরী
গোলাপ বড়ো গরবী, এনে দাও কবরী
চাইতে যুথী আনলে টগর, এ কি গো ভুল

বেল ফুল এনে দাও, চাই না বকুল

কি হবে কেয়া, দেয়া নাই গগনে
আনো সন্ধ্যামালতী গোধুলী-লগনে
কি হবে কেয়া, দেয়া নাই গগনে
গিরি-মল্লিকা কই, চামেলী পেয়েছে সই
গিরি-মল্লিকা কই, চামেলী পেয়েছে সই
চাঁপা এনে দাও, নয় বাঁধব না চুল

বেল ফুল এনে দাও, চাই না বকুল