Bhengo Na Bodhu Torun

Bhengo Na Bodhu Torun

Purabi Dutta

Длительность: 3:52
Год: 2004
Скачать MP3

Текст песни

ভেঙো না ভেঙো না বঁধু তরুণ চামেলি-শাখা
ভেঙো না ভেঙো না বঁধু তরুণ চামেলি-শাখা
ফুলের নজরানা এর-
ফুলের নজরানা এর আজিও পাতায় ঢাকা

ভেঙো না ভেঙো না বঁধু তরুণ চামেলি-শাখা

কুঞ্জ-দ্বারে থাকি থাকি বৃথা এত ডাকাডাকি
কুঞ্জ-দ্বারে থাকি থাকি বৃথা এত ডাকাডাকি
আজিও সে বনের পাখি
আজিও সে বনের পাখি ঘুমায় হেরো গুটিয়ে পাখা

ভেঙো না ভেঙো না বঁধু তরুণ চামেলি-শাখা

অসময়ে হে রসময় ভাঙিয়ো না লতার হৃদয়
তনুতে এলে অনুরাগ হেরিবে না ফাঁকা ফাঁকা
অসময়ে হে রসময় ভাঙিয়ো না লতার হৃদয়
তনুতে এলে অনুরাগ হেরিবে না ফাঁকা ফাঁকা

আসছে ফাগুন মাসে আসিয়ো ইহার পাশে
আসছে ফাগুন মাসে আসিয়ো ইহার পাশে
যে লতা কয় না কথা
যে লতা কয় না কথা, সেদিন তারে যাবে না রাখা

ভেঙো না ভেঙো না বঁধু তরুণ চামেলি-শাখা
ফুলের নজরানা এর-
ফুলের নজরানা এর আজিও পাতায় ঢাকা

ভেঙো না ভেঙো না
ভেঙো না ভেঙো না
ভেঙো না ভেঙো না
ভেঙো না ভেঙো না
ভেঙো না
ভেঙো না ভেঙো না বঁধু তরুণ চামেলি-শাখা