Sedin Chilo Ki
Purabi Dutta
6:05পরদেশী বঁধু ঘুম ভাঙায়ো চুমি আঁখি পরদেশী বঁধু ঘুম ভাঙায়ো চুমি আঁখি যদি কভু নিশি জেগে যদি কভু নিশি জেগে ঘুমাইয়া থাকি ঘুম ভাঙায়ো চুমি আঁখি পরদেশী বঁধু ঘুম ভাঙায়ো চুমি আঁখি যদি দীপ নেভে গো কুটিরে যদি দীপ নেভে গো কুটিরে যদি দীপ নেভে গো কুটিরে বাতায়ন-পানে চাহি যেয়ো না গো ফিরে নিভেছে আঁখির শিখা নিভেছে আঁখির শিখা নিভেছে আঁখির শিখা প্রাণ আছে বাকি ঘুম ভাঙায়ো চুমি আঁখি পরদেশী বঁধু ঘুম ভাঙায়ো চুমি আঁখি যদি গান যদি গান থামে মোর মুখে ফিরিয়া যেয়ো না বীণা রবে তবু বুকে নাহি গান, দুখনীড়ে নাহি গান, দুখনীড়ে নাহি গান, দুখনীড়ে নাহি গান, দুখনীড়ে জেগে আছে পাখি ঘুম ভাঙায়ো চুমি আঁখি পরদেশী বঁধু ঘুম ভাঙায়ো চুমি আঁখি