Gram Nagar Math Pathar

Gram Nagar Math Pathar

Purabi Mukherjee

Длительность: 2:42
Год: 1991
Скачать MP3

Текст песни

গ্রাম-নগর, মাঠ পাথার, বন্দরে তৈরী হও
গ্রাম-নগর, মাঠ পাথার, বন্দরে তৈরী হও
কার ঘরে জ্বলেনি দীপ, চির আঁধার তৈরী হও
কার ঘরে জ্বলেনি দীপ, চির আঁধার তৈরী হও
গ্রাম নগর, মাঠ পাথার, বন্দরে তৈরী হও
কার ঘরে জ্বলেনি দীপ, চির আঁধার তৈরী হও

কার বাছার জোটেনি দুধ, শুকনো মুখ তৈরী হও
ঘরে ঘরে ডাক পাঠাও, তৈরী হও, জোট বাঁধো
মাঠে কিষাণ, কলে মজুর, নওজোয়ান, জোট বাঁধো
মাঠে কিষাণ, কলে মজুর, নওজোয়ান, জোট বাঁধো
এই মিছিল সব হারার, সব পাওয়ার এই মিছিল
এই মিছিল সব হারার, সব পাওয়ার এই মিছিল

গ্রাম-নগর, মাঠ পাথার, বন্দরে তৈরী হও
গ্রাম-নগর, মাঠ পাথার, বন্দরে তৈরী হও

প্রতিভা আর যশোদা মার রক্তবীজ এই মিছিল
স্বামীহারা অনাথিনীর চোখের জল এই মিছিল
শিশুহারা মাতাপিতার অভিশাপের এই মিছিল
প্রতিভা আর যশোদা মার রক্তবীজ এই মিছিল
স্বামীহারা অনাথিনীর চোখের জল এই মিছিল
শিশুহারা মাতাপিতার অভিশাপের এই মিছিল
এই মিছিল সবহারার, সব পাওয়ার এই মিছিল
এই মিছিল সবহারার, সব পাওয়ার এই মিছিল

গ্রাম-নগর, মাঠ পাথার, বন্দরে তৈরী হও
গ্রাম-নগর, মাঠ পাথার, বন্দরে তৈরী হও
কার ঘরে জ্বলেনি দীপ, চির আঁধার তৈরী হও
গ্রাম-নগর, মাঠ পাথার, বন্দরে তৈরী হও
গ্রাম-নগর, মাঠ পাথার, বন্দরে তৈরী হও