Akash Haray Neel

Akash Haray Neel

Robi Chowdhuri

Альбом: Pashapashi
Длительность: 4:54
Год: 2016
Скачать MP3

Текст песни

আকাশ হারায় নীল
হারায় আলোর দিন
বাগান হারায় ফুল, নদী হারায় কুল
আমি চাইনা তোমায় হারাতে
আমার সুখের প্রদীপ নিভাতে
আকাশ হারায় নীল, হারায় আলোর দিন
বাগান হারায় ফুল, নদী হারায় কুল
আমি চাইনা তোমায় হারাতে
আমার সুখের প্রদীপ নিভাতে

পথিক হারায় পথ চলার'ই পথে
প্রেমিক হারায় প্রেম ভুলের'ই স্রোতে
পথিক হারায় পথ চলার'ই পথে
প্রেমিক হারায় প্রেম ভুলের'ই স্রোতে
আমি চলার'ই পথে কোনো ও ভুলের'ই সাথে
দেবোনা জীবন জড়াতে
আমি চাইনা তোমায় হারাতে
আমার সুখের প্রদীপ নিভাতে
আমি চাইনা তোমায় হারাতে
আমার সুখের প্রদীপ নিভাতে

বাউল হারায় ঘর সুরের'ই টানে
নাবিক হারায় দিক ঝড়ে ও বানে
বাউল হারায় ঘর সুরের'ই টানে
নাবিক হারায় দিক ঝড়ে ও বানে
কারো মায়ার'ই টানে, কোনো প্রেমের'ই বানে
দেবোনা হৃদয় ভাসাতে
আমি চাইনা তোমায় হারাতে
আমার সুখের প্রদীপ নিভাতে
আমি চাইনা তোমায় হারাতে
আমার সুখের প্রদীপ নিভাতে

আকাশ হারায় নীল
হারায় আলোর দিন
বাগান হারায় ফুল, নদী হারায় কুল
আমি চাইনা তোমায় হারাতে
আমার সুখের প্রদীপ নিভাতে
আকাশ হারায় নীল
হারায় আলোর দিন
বাগান হারায় ফুল, নদী হারায় কুল
আমি চাইনা তোমায় হারাতে
আমার সুখের প্রদীপ নিভাতে
আমি চাইনা তোমায় হারাতে
আমার সুখের প্রদীপ নিভাতে