Chaowar Durotwo

Chaowar Durotwo

Rupam Islam

Альбом: Aami
Длительность: 4:52
Год: 2020
Скачать MP3

Текст песни

জেগে থাকা নেশার কারবার
জেগে চেনা রাত্রি বারবার
জেগে থাকা নেশার কারবার
জেগে চেনা রাত্রি বারবার
নেশাটাও উদোম চড়ছে
নেশাটাও উদোম চড়ছে
রাত ভোর প্রসব করছে

এ রাতের সবই অসত্য
সব স্বপ্নই নেপথ্য
এ রাতের সবই অসত্য
সব স্বপ্নই নেপথ্য
তবু কেন মন যে বলছে
তবু কেন মন যে বলছে
এ ছিল চাওয়ার দূরত্ব

জেগে থাকা নেশার কারবার
জেগে চেনা রাত্রি বারবার
নেশাটাও উদোম চড়ছে
নেশাটাও উদোম চড়ছে
রাত ভোর প্রসব করছে

এ রাতের সবই অসত্য
সব স্বপ্নই নেপথ্য
তবু কেন মন যে বলছে
এ ছিল চাওয়ার দূরত্ব

হেঁটে তুমি আসতে পারতে
বোধহয় ভালোবাসতে পারতে
হেঁটে তুমি আসতে পারতে
বোধহয় ভালোবাসতে পারতে
কাউকে আমি করিনি জোর তো
কাউকে আমি করিনি জোর তো
বেড়ে গেছে তাই দূরত্ব

বেঁচে থাকা মজার কারবার
গিটারের তীক্ষ্ণ ঝংকার
করে চেতনাকে কেন আড়ষ্ট
করে চেতনাকে আরও আড়ষ্ট
এ গানের প্রসবকষ্ট

টেলিফোনে তোমার কণ্ঠ
অমৃত পান আকণ্ঠ
তবুও বিষণ্ণ অশ্রুর
বিষভাব কবে হবে দূর

ঝরুক সে নীলচে কান্না
কান্নার গল্প আর না
সামনেই ভবিষ্যত তো
এ শুধু ছোঁয়ার দূরত্ব

ছুঁয়ে আমি আছি receiver
অনুভবে স্পন্দন কার
Receiver-এ হালকা চুম্বন
Receiver-এ হালকা চুম্বন
এটুকুই প্রেমের মূলধন

ছুঁয়ে আমি আছি receiver
অনুভবে স্পন্দন কার
Receiver-এ হালকা চুম্বন
এটুকুই প্রেমের মূলধন

কেটে গেছে বিপদে পড়তেই
কেউ extension-টা ধরতেই
কেটে গেছে বিপদে পড়তেই
কেউ extension-টা ধরতেই
অ্যালবামে অতীত শর্ত
অ্যালবামে অতীত শর্ত
হলদেটে আপন পর তো