Chnadnite Unmaad Ekjon

Chnadnite Unmaad Ekjon

Rupam Islam

Альбом: Notun Niyom
Длительность: 4:29
Год: 2017
Скачать MP3

Текст песни

এক শান্ত নদীর কথা ভাবো
যে চাইছে তোমার চুম্বন

এক তপস্যার কথা ভাবো
যে চাইছে গহন তপোবন

এক স্নিগ্ধতার দাবদাহ
পোড়াচ্ছে মায়াবী জীবন

এক সেরা বন্ধুর কথা ভাবো
চাঁদনীতে উন্মাদ একজন

কোনও সত্যি কথার কথা ভাবো
কোনও ঋজু নির্মেদ তলোয়ার
আমি জানি তোমাকেও হারাবো
তাই ভয় নেই কিছুই হারাবার

আমি ঠিক দু'টো দশে দাঁড়াব
নিয়ে সব বিষ এই শেষ কবিতার
জানি সেরা বন্ধুর চিঠি পাব
আমি সেই চিঠিদের দাবিদার

জানি একদিন তোকে খুঁজে পাব
কোনও অসুখী ভুল ঠিকানায়
তারপর অক্লেশে যুদ্ধে যাব
আমি সংঘর্ষের শেষ সীমানায়

আমার ইচ্ছের ব্যাপ্তিগুলো বিশাল
কর্মক্ষমতা সীমিত
এই দ্বন্দ্বতে খুন হতে পারি
আর থাকতেও পারি জীবিত

আমি হতে চাচ্ছি বা চাচ্ছি না
আমার সেরা বন্ধুটির মতো
তুমি অমন করে তাকিয়ো না
আমি এমনই অসংগত

এক স্নিগ্ধতার দাবদাহ
পোড়াচ্ছে মায়াবী জীবন

সেই সেরা বন্ধুর কথা ভাবো
চাঁদনীতে উন্মাদ একজন