Bhoot Aar Tilottoma, Pt. 1
Rupam Islam
4:29এক শান্ত নদীর কথা ভাবো যে চাইছে তোমার চুম্বন এক তপস্যার কথা ভাবো যে চাইছে গহন তপোবন এক স্নিগ্ধতার দাবদাহ পোড়াচ্ছে মায়াবী জীবন এক সেরা বন্ধুর কথা ভাবো চাঁদনীতে উন্মাদ একজন কোনও সত্যি কথার কথা ভাবো কোনও ঋজু নির্মেদ তলোয়ার আমি জানি তোমাকেও হারাবো তাই ভয় নেই কিছুই হারাবার আমি ঠিক দু'টো দশে দাঁড়াব নিয়ে সব বিষ এই শেষ কবিতার জানি সেরা বন্ধুর চিঠি পাব আমি সেই চিঠিদের দাবিদার জানি একদিন তোকে খুঁজে পাব কোনও অসুখী ভুল ঠিকানায় তারপর অক্লেশে যুদ্ধে যাব আমি সংঘর্ষের শেষ সীমানায় আমার ইচ্ছের ব্যাপ্তিগুলো বিশাল কর্মক্ষমতা সীমিত এই দ্বন্দ্বতে খুন হতে পারি আর থাকতেও পারি জীবিত আমি হতে চাচ্ছি বা চাচ্ছি না আমার সেরা বন্ধুটির মতো তুমি অমন করে তাকিয়ো না আমি এমনই অসংগত এক স্নিগ্ধতার দাবদাহ পোড়াচ্ছে মায়াবী জীবন সেই সেরা বন্ধুর কথা ভাবো চাঁদনীতে উন্মাদ একজন