Hridoy Niruddesh

Hridoy Niruddesh

Sabina Yasmin

Альбом: Taero
Длительность: 3:09
Год: 2014
Скачать MP3

Текст песни

তুমি যাবে কতো দূর পেরিয়ে সাত সমুদ্দুর?
পথের আছে শেষ, হৃদয় নিরুদ্দেশ

শুন-শান এই খেয়া ঘাট
চেনা রাস্তা, চেনা মাঠ
দিগন্তের নেই শেষ, হৃদয় নিরুদ্দেশ

যাবে কতো দূর পেরিয়ে সাত সমুদ্দুর?
পথের আছে শেষ, হৃদয় নিরুদ্দেশ

শুন-শান এই খেয়া ঘাট
চেনা রাস্তা, চেনা মাঠ
দিগন্তের নেই শেষ, হৃদয় নিরুদ্দেশ

কেটেছে দিন ব্যাস্ততায়
রক্তের উন্মত্ততায়
মহদ নিঃশেষ, হৃদয় নিরুদ্দেশ

স্মৃতিতে বিস্তৃতির ফাঁক, শোন বিস্মরণের ডাক
ভুলে যাওয়া রেশ, হৃদয় নিরুদ্দেশ

অচেনা হয় অঙ্গীকার
ভুলে যাওয়া কতবার
ভোলার আছে শেষ, হৃদয় নিরুদ্দেশ

শরৎ আসে, শরৎ যায়
নীলিমা তার ডাক পাঠায়
মৌরসুমেরও হয় শেষ, হৃদয় নিরুদ্দেশ

হৃদয় নিরুদ্দেশ
হৃদয় নিরুদ্দেশ