Lokey Koy Bhalobasha
Sabina Yasmin & Syed Abdul Hadi
4:47রাতের কোলে মাথা রাইখা আসমানের চাঁদ ঘুমাইলোরে আমার চোখে ঘুমতো আইলোনা ও ও ও বশিকরন তাবিজ দিয়া বশ করিলি নিঠুরিয়া তোরে ছাড়া শান্তি লাগে না রে আমার চোখে ঘুমতো আইলোনা হৃদয় চিইরা দেখনা আমার খোদাই করা প্রেমের জ্বালা এখন বুঝি রাধা কেন নাম জপিত কালা কালা হৃদয় চিইরা দেখনা আমার খোদাই করা প্রেমের জ্বালা এখন বুঝি রাধা কেন নাম জপিত কালা কালা দুই অন্তরে একই সুখ একই যন্ত্রনা তোরে ছাড়া শান্তি লাগে না রে আমার চোখে ঘুমতো আইলোনা আধেক জীবন আধেক মরন এরই নামকি ভালোবাসা খনার বচন তাইকি শুনি পিরিতি যে সর্বনাশা আধেক জীবন আধেক মরন এরই নামকি ভালোবাসা খনার বচন তাইকি শুনি পিরিতি যে সর্বনাশা দিবা নীশি দুজনারই একই বন্দনা তোরে ছাড়া শান্তি লাগে না ও ও ও রাতের কোলে মাথা রাইখা আসমানের চাঁদ ঘুমাইলোরে আমার চোখে ঘুমতো আইলোনা ও ও ও বশিকরন তাবিজ দিয়া বশ করিলি নিঠুরিয়া তোরে ছাড়া শান্তি লাগে না রে আমার চোখে ঘুমতো আইলোনা রে তোরে ছাড়া শান্তি লাগে না