Hum Aap Ki Ankhon Mein
Geeta Dutt, Mohammed Rafi
3:54বাসরের ফুল গেল যে শুকায়ে... বাসরের ফুল গেল যে শুকায়ে... দীপ নিভে গেছে হায়.... সজনী গো...সজনী গো... বুঝি রজনী এখনি যায়... বুঝি যায় গো.. বুঝি যায়... আমি ভাঙিব এ বাঁশী... কেন নিয়ে ব্যথা সহিব... মিছে কাঁদি... মিছে কাঁদি কেন এ ফুলসাজ বহিব... যে ললাটে তব সিঁদুর টিপ... সুলিখিত মোর নামে.. তুমি রাখিও না.... রাখিও না.... রাখিও না....মোর পায়... বুঝি যায় গো বুঝি যায়... বাসরের ফুল গেল যে শুকায়ে... দীপ নিভে গেছে হায়.... সজনী গো...সজনী গো... বুঝি রজনী এখনি যায়... বুঝি যায় গো.. বুঝি যায়... আমি বুঝি নাই আগে.... আমি বুঝি নাই আগে.... ফুলের আড়ালে রয় যে কাঁটার জ্বালা... লাজ সে তো চির বৈরী... তাই কি... ঝরে গেলো এই মালা... জানি বিরহের মত... কিছুই মধুর নহে গো... নয়নে হারায়ে.. প্রিয় তো মরমে রহে গো... মোর এই ফুলতনু শাওন জলদ... তাইতো জিনিতে চায়... সজনী গো...সজনী গো... বুঝি রজনী এখনি যায়... বুঝি যায় গো.. বুঝি যায়...