Mono Dilo Na Bandhu
Sachin Dev Burman
3:08নতুন ঊষার সৈনিক তুমি... গৈরিক তব গায়... ধরণী তোমারে চায় চায়... ধরণী তোমারে চায় চায়.. নতুন ঊষার সৈনিক তুমি... গৈরিক তব গায়... ধরণী তোমারে চায় চায়... ধরণী তোমারে চায় চায়.. মৃত্যু মরেছে চরণে তোমার.. এনেছ প্রভাত নিঙারি আঁধার.. মৃত্যু মরেছে চরণে তোমার.. এনেছ প্রভাত নিঙারি আঁধার.. ঊষরের বুকে সবুজের তৃষা.. ঊষরের বুকে সবুজের তৃষা.. জাগালে কি... জাগালে কি বন্যায়.... গৈরিক তব গায়... ধরণী তোমারে চায় চায়... ধরণী তোমারে চায় চায়.. সুমেরু কুমেরু একই সুরে গাহে.. মিলনের একই গান.. মিলনের একই গান..একই গান.. সুমেরু কুমেরু একই সুরে গাহে.. মিলনের একই গান.. মিলনের একই গান..একই গান.. মাটির শিশুরা একসাথে জাগে.. জাগে এক মহাপ্রাণ.. মাটির শিশুরা একসাথে জাগে.. জাগে এক মহাপ্রাণ.. এ যে সৈনিক..এ যে সৈনিক.. তোমারই দিব্য দান.. এ যে সৈনিক..এ যে সৈনিক.. তোমারই দিব্য দান.. মিলনের একই গান.. মিলনের একই গান..একই গান.. ঝলমল...ঝলমল... ঝলমল তব অসির ফলকে... ঝলমল তব অসির ফলকে... নব ইতিহাস উজলি ঝলকে.. শৃঙ্খলে বাজে মুক্তির গান.. জাগ্রত গরিমায়.. গৈরিক তব গায়... ধরণী তোমারে চায় চায়... ধরণী তোমারে চায় চায়.. নতুন ঊষার সৈনিক তুমি... গৈরিক তব গায়... ধরণী তোমারে চায় চায়... ধরণী তোমারে চায় চায়..