Shono Go Dakhin Hawa
Sachin Dev Burman
নওল কিশোর চাঁদের তিলকে তার বনফুল মালা দোলে সাজে নওল কিশোর চাঁদের তিলকে তার বনফুল মালা দোলে সে যে বংশীওয়ালা মোহিল ভুবন তার মোহন মুরলী বোলে সে যে বংশীওয়ালা মোহিল ভুবন তার মোহন মুরলী বোলে তার বনফুল মালা দোলে বনফুল মালা দোলে তার বনফুল মালা দোলে, দোলে বনফুল মালা দোলে সাজে নওল কিশোর চাঁদের তিলকে তার বনফুল মালা দোলে মোর আনন্দ সে যে নন্দদুলাল মোর ছন্দদুলাল, মোর নন্দদুলাল আনন্দ সে যে নন্দদুলাল মোর ছন্দ দুলাল, মোর নন্দদুলাল রহে কদম্বমূলে যমুনার কূলে বাঁশিতে উজান তোলে তার বনফুল মালা দোলে, দোলে, দোলে বনফুল মালা দোলে সাজে নওল কিশোর চাঁদের তিলকে তার বনফুল মালা দোলে নিধুবনে সখা লয়ে খেলে হরি শিশু হয়ে অধরে মধুর হাসি জাগে, জাগে নিধুবনে সখা লয়ে খেলে হরি শিশু হয়ে অধরে মধুর হাসি জাগে যেথা চলে শ্যামরায়, ফুল জাগে পায়, পায় ধূলিকনা পদছায়া মাগে, মাগে যেথা চলে শ্যামরায়, ফুল জাগে পায়, পায় ধূলিকনা পদছায়া মাগে যবে আমার জীবনে আসি আমার জীবনে আসি ডাকিবে বাজায়ে বাঁশি ডাকিবে বাজায়ে বাঁশি ডাকিবে বাজায়ে বাঁশি যেন অন্ধ নয়ন জাগে, প্রেমের মলয় লাগে হৃদয়দুয়ার যেন খোলে তার বনফুল মালা দোলে বনফুল মালা দোলে