Bari Kothay

Bari Kothay

Sahana Bajpaie

Альбом: Shikawr
Длительность: 4:44
Год: 2014
Скачать MP3

Текст песни

কোথায় নামে সন্ধ্যে, কোথায় আলোয় ভেজা দিন?
রাস্তা কোথায়, ক্লান্ত কোথায় রঙ মাখা মসৃণ?
কোথায় নামে সন্ধ্যে, কোথায় আলোয় ভেজা দিন?
রাস্তা কোথায়, ক্লান্ত কোথায় রঙ মাখা মসৃণ?

ফিরবি কোথায় দিনের শেষে একলা কিংবা দল?
কোথায় গেলে বলবি, 'বরং চল, হাঁটতে চল'?
ফিরবি কোথায় দিনের শেষে একলা কিংবা দল?
কোথায় গেলে বলবি, 'বরং চল, হাঁটতে চল'?

কোথায় ঘুমাস শান্ত, কোথায় রাস্তা পেতে শুই?
বাড়ি কোথায় আমার, কোথায় ঘর বাঁধলি তুই?
কোথায় ঘুমাস শান্ত, কোথায় রাস্তা পেতে শুই?
বাড়ি কোথায় আমার, কোথায় ঘর বাঁধলি তুই?

বৃষ্টি কোথায়, নামলো কোথায় কালবৈশাখী ঝড়?
কোথায় শুরু গল্প থমকে শব্দেরা তারপর?
বৃষ্টি কোথায়, নামলো কোথায় কালবৈশাখী ঝড়?
কোথায় শুরু গল্প থমকে শব্দেরা তারপর?

লোকের ভীড়ে পেছন ফিরে কোথায় ধরবি হাত?
কোথায় উড়িস আকাশ, কোথায় রাতজাগা ফুটপাথ?
লোকের ভীড়ে পেছন ফিরে কোথায় ধরবি হাত?
কোথায় উড়িস আকাশ, কোথায় রাতজাগা ফুটপাথ?

ঘরের গন্ধ কোথায়, কোথায় অচেনা দেশ-ভুঁই?
বাড়ি কোথায় আমার, কোথায় ঘর বাঁধলি তুই?
ঘরের গন্ধ কোথায়, কোথায় অচেনা দেশ-ভুঁই?
বাড়ি কোথায় আমার, কোথায় ঘর বাঁধলি তুই?
বাড়ি কোথায় আমার, কোথায় ঘর বাঁধলি তুই?
বাড়ি কোথায় আমার...?

ঘরের গন্ধ কোথায়, কোথায় অচেনা দেশ-ভুঁই?
বাড়ি কোথায় আমার, কোথায় ঘর বাঁধলি তুই?
ঘরের গন্ধ কোথায়, কোথায় অচেনা দেশ-ভুঁই?
বাড়ি কোথায় আমার, কোথায় ঘর বাঁধলি তুই?
বাড়ি কোথায় আমার, কোথায় ঘর বাঁধলি তুই?
বাড়ি কোথায় আমার, কোথায় ঘর বাঁধলি তুই?
বাড়ি কোথায় আমার, কোথায় ঘর বাঁধলি তুই?
বাড়ি কোথায় আমার, কোথায় ঘর বাঁধলি তুই?
বাড়ি কোথায় আমার, কোথায় ঘর বাঁধলি তুই?
বাড়ি কোথায় আমার, কোথায় ঘর বাঁধলি তুই?
বাড়ি কোথায় আমার...?