Chadni Posre Ke Amare

Chadni Posre Ke Amare

Salim Chowdhuri

Альбом: Chondrokotha
Длительность: 4:00
Год: 2018
Скачать MP3

Текст песни

চাঁদনী পসরে কে আমারে স্মরণ করে
কে আইসা দাঁড়াইসে গো আমার দুয়ারে
চাঁদনী পসরে কে আমারে স্মরণ করে
কে আইসা দাঁড়াইসে গো আমার দুয়ারে
তাহারে চিনি না আমি, সে আমারে চিনে
চাঁদনী পসরে কে আমারে স্মরণ করে
কে আইসা দাঁড়াইসে গো আমার দুয়ারে

বাহিরে চান্দের আলো, ঘর অন্ধকার
খুলিয়া দিয়াছি ঘরের সকল দুয়ার
বাহিরে চান্দের আলো, ঘর অন্ধকার
খুলিয়া দিয়াছি ঘরের সকল দুয়ার
তবু কেন সে আমার ঘরে আসে না
সে আমারে চিনে কিন্তু আমি চিনি না
চাঁদনী পসরে কে আমারে স্মরণ করে
কে আইসা দাঁড়াইসে গো আমার দুয়ারে

সে আমারে থারে থারে ইশারায় কয়
এই চান্দের রাইতে তোমার হইছে সময়
সে আমারে থারে থারে ইশারায় কয়
এই চান্দের রাইতে তোমার হইছে সময়
ঘর ছাড়িয়া বাহির হও, ধরো আমার হাত
তোমার জন্য আনছি গো আইজ চান্দের দাওয়াত

চাঁদনী পসরে কে আমারে স্মরণ করে
কে আইসা দাঁড়াইসে গো আমার দুয়ারে
চাঁদনী পসরে কে আমারে স্মরণ করে
কে আইসা দাঁড়াইসে গো আমার দুয়ারে
তাহারে চিনি না আমি, সে আমারে চিনে
চাঁদনী পসরে কে আমারে স্মরণ করে
কে আইসা দাঁড়াইসে গো আমার দুয়ারে