Aij Pasha
Selim Chowdhury
4:37ও শ্যাম রে, তোমার সনে শ্যাম রে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম একেলা পাইয়াছি রে শ্যাম এই নিঠুর বনে আইজ পাশা খেলবো রে শ্যাম আইজ পাশা খেলবো রে শ্যাম একেলা পাইয়াছি হেথা, পলাইয়া যাবে কোথা? একেলা পাইয়াছি হেথা, পলাইয়া যাবে কোথা? চৌদিকে ঘিরিয়া রে রাখবো চৌদিকে ঘিরিয়া রে রাখবো সব সখী সনে আইজ পাশা খেলবো রে শ্যাম আইজ পাশা খেলবো রে শ্যাম আতর-গোলাপ-চন্দন মারো বন্ধের গায়ে আতর-গোলাপ-চন্দন মারো বন্ধের গায়ে ছিটাইয়া দাও ছোঁয়া চন্দন ছিটাইয়া দাও ছোঁয়া চন্দন ওই রাঙা চরণে আইজ পাশা- আইজ পাশা- আইজ পাশা খেলবো রে শ্যাম আইজ পাশা খেলবো রে শ্যাম দীনহীন আর যাবে কোথা সায়েবের চরণ বিহনে দীনহীন আর যাবে কোথা বন্ধের চরণ বিহনে রাঙা চরণ মাথায় নিয়া রাঙা চরণ মাথায় নিয়া দীনহীন কান্দে আইজ পাশা খেলবো রে শ্যাম আইজ পাশা খেলবো রে শ্যাম ও শ্যাম রে, তোমার সনে শ্যাম রে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম একেলা পাইয়াছি রে শ্যাম এই নিঠুর বনে আইজ পাশা খেলবো রে শ্যাম আইজ পাশা খেলবো রে শ্যাম আইজ পাশা খেলবো রে শ্যাম আইজ পাশা খেলবো রে শ্যাম