Matiro Pinjirar Majhe Bondi Hoiya Re
Selim Chowdhury
6:25আহা রে সোনালি বন্ধু শুনিয়ে যা মোর কথা রে হাসন রাজার হৃদকমলে তোমার চাঁনমুখ গাঁথা আহা রে সোনালি বন্ধু রে হেরি যবে তব মুখ, এ জনমের যায় দুখ হেরি যবে তব মুখ, এ জনমের যায় দুখ উপচিয়ে মনের সুখ জনমের যায় ব্যথা রে আহা রে সোনালি বন্ধু রে হাসন রাজা হুতাশ হইয়া আছে তব পানে চাইয়া হাসন রাজা হুতাশ হইয়া আছে তব পানে চাইয়া মন প্রাণ সব নিয়া ছাড়িলে মমতা রে আহা রে সোনালি বন্ধু রে হাসন রাজা প্রেমিক বলে আইসো প্রেমনাগরী কোলে হাসন রাজা প্রেমিক বলে আইসো প্রেমনাগরী কোলে তোমার লাগি প্রাণ জ্বলে প্রেমের বিধাতা রে আহা রে সোনালি বন্ধু শুনিয়ে যা মোর কথা রে হাসন রাজার হৃদকমলে তোমার চাঁনমুখ গাঁথা আহা রে সোনালি বন্ধু রে