Ekdin Tor Hoibo Re Moron Re Hason Raja

Ekdin Tor Hoibo Re Moron Re Hason Raja

Selim Chowdhury

Альбом: Hason Rajar Gaan
Длительность: 5:09
Год: 2018
Скачать MP3

Текст песни

একদিন তোর হইবো রে মরণ, রে হাসন রাজা
একদিন তোর হইবো রে মরণ

একদিন তোর হইবো রে মরণ, রে হাসন রাজা
একদিন তোর হইবো রে মরণ
একদিন তোর হইবো রে মরণ, রে হাসন রাজা
একদিন তোর হইবো রে মরণ

মায়াজালে বেড়িয়া মরণ, না হইলো স্মরণ, রে হাসন রাজা
একদিন তোর হইবো রে মরণ

একদিন তোর হইবো রে মরণ, রে হাসন রাজা
একদিন তোর হইবো রে মরণ

যখন আইসা যমের দূত হাতে দিবে দড়ি
হায় গো, হাতে দিবে দড়ি
টানিয়া টানিয়া লইয়া যাবে যমের পুরী, রে হাসন রাজা
একদিন তোর হইবো রে মরণ

একদিন তোর হইবো রে মরণ, রে হাসন রাজা
একদিন তোর হইবো রে মরণ

কোথায় গিয়া রইবো তোমার সুন্দর সুন্দর স্ত্রী
হায় রে, সুন্দর সুন্দর স্ত্রী
আরে, কোথায় রইবো রামপাশা, সাধের লক্ষ্মছিরি, রে হাসন রাজা
একদিন তোর হইবো রে মরণ

একদিন তোর হইবো রে মরণ, রে হাসন রাজা
একদিন তোর হইবো রে মরণ

আর যাইবায় নি রে, হাসন রাজা, রাজাগঞ্জ দিয়া?
হায় গো, রাজাগঞ্জ দিয়া
আর করবায় নি রে, হাসন রাজা, দেশে দেশে বিয়া, রে হাসন রাজা
একদিন তোর হইবো রে মরণ

একদিন তোর হইবো রে মরণ, রে হাসন রাজা
একদিন তোর হইবো রে মরণ

ছাড়ো ছাড়ো, হাসন রাজা, এই ভবের আশা
হায় রে, এ ভবের আশা
প্রাণবন্ধের চরণতলে করো গিয়া বাসা, রে হাসন রাজা
একদিন তোর হইবো রে মরণ

একদিন তোর হইবো রে মরণ, রে হাসন রাজা
একদিন তোর হইবো রে মরণ

মায়াজালে বেড়িয়া মরণ, না হইলো স্মরণ, রে হাসন রাজা
একদিন তোর হইবো রে মরণ

একদিন তোর হইবো রে মরণ, রে হাসন রাজা
একদিন তোর হইবো রে মরণ
একদিন তোর হইবো রে মরণ
একদিন তোর হইবো রে মরণ