Fhagoone Polash Photey

Fhagoone Polash Photey

Selim Chowdhury

Альбом: Aaij Pasha Khelbo
Длительность: 4:00
Год: 2018
Скачать MP3

Текст песни

ফাগুনে পলাশ ফুটে, শ্রাবণে কদম
আমার জীবনে তুমি, তুমিই প্রথম
ফাগুনে পলাশ ফুটে, শ্রাবণে কদম
আমার জীবনে তুমি, তুমিই প্রথম

তোমার দু'চোখ দুটি কবিতার নাম
প্রথম পাঠেই আমি মুগ্ধ হলাম
তোমার দু'চোখ দুটি কবিতার নাম
প্রথম পাঠেই আমি মুগ্ধ হলাম

হাজার ময়ূর মনে মেললো পেখম
মেললো পেখম

ফাগুনে পলাশ ফুটে, শ্রাবণে কদম
আমার জীবনে তুমি, তুমিই প্রথম

তোমার প্রেমের ছায়া পেলো যেইদিন
জীবন আমার হলো স্বপ্নরঙিন
তোমার প্রেমের ছায়া পেলো যেইদিন
জীবন আমার হলো স্বপ্নরঙিন

না হয় জীবন হতো অন্যরকম
অন্যরকম

ফাগুনে পলাশ ফুটে, শ্রাবণে কদম
আমার জীবনে তুমি, তুমিই প্রথম
ফাগুনে পলাশ ফুটে, শ্রাবণে কদম
আমার জীবনে তুমি, তুমিই প্রথম