Bristy Pore Tapur Tupur
Selim Chowdhury
4:46রঙের বাড়ই, রঙের বাড়ই রে বিষম উন্দুরায় লাগাল পাইলো রঙের বাড়ই, রঙের বাড়ই রে বিষম উন্দুরায় লাগাল পাইলো উগার ভরিয়া থইলাম ধান- উগার ভরিয়া থইলাম ধান, খাইয়া তুষ বানাইলো রঙের বাড়ই, ও রঙের বাড়ই রে বিষম উন্দুরায় লাগাল পাইলো রঙের বাড়ই, রঙের বাড়ই রে বিষম উন্দুরায় লাগাল পাইলো উন্দুরা মারিবার লাগি বিলাই আনলাম ঘরও উন্দুরা মারিবার লাগি বিলাই আনলাম ঘরও বিলাই আর উন্দুরা বেটায়- বিলাই আর উন্দুরা বেটায় এক্কাইলে বাস করে রঙের বাড়ই, ও রঙের বাড়ই রে বিষম উন্দুরায় লাগাল পাইলো রঙের বাড়ই, রঙের বাড়ই রে বিষম উন্দুরায় লাগাল পাইলো হাসন রাজায় কয় রে, বাড়ই, ভিত্রের উন্দুর মারো হাসন রাজায় কয় রে, বাড়ই, ভিত্রের উন্দুর মারো সবকিছু ছাড়িয়া দিয়া- সবকিছু ছাড়িয়া দিয়া বন্ধের চরণ ধরো রঙের বাড়ই, ও রঙের বাড়ই রে বিষম উন্দুরায় লাগাল পাইলো রঙের বাড়ই, রঙের বাড়ই রে বিষম উন্দুরায় লাগাল পাইলো হাসন রাজায় কয় রে, বাড়ই, তোর নাই রে আকল হাসন রাজায় কয় রে, বাড়ই, তোর নাই রে আকল পরারে সর খাওয়াইয়া- পরারে সর খাওয়াইয়া তুই খাইলি বাকল রঙের বাড়ই, ও রঙের বাড়ই রে বিষম উন্দুরায় লাগাল পাইলো রঙের বাড়ই, রঙের বাড়ই রে বিষম উন্দুরায় লাগাল পাইলো উগার ভরিয়া থইলাম ধান- উগার ভরিয়া থইলাম ধান, খাইয়া তুষ বানাইলো রঙের বাড়ই, ও রঙের বাড়ই রে বিষম উন্দুরায় লাগাল পাইলো রঙের বাড়ই, রঙের বাড়ই রে বিষম উন্দুরায় লাগাল পাইলো