Matiro Pinjirar Majhe Bondi Hoiya Re
Selim Chowdhury
6:25সজনী, আজ এলোচুলে খোঁপা বাঁধোনি কপালে কুমকুম, চোখে কাজল আঁকোনি সজনী, আজ এলোচুলে খোঁপা বাঁধোনি কপালে কুমকুম, চোখে কাজল আঁকোনি হ্যাঁ, তবু তোমায় লাগছে ভালো, ছুঁয়েছো এ মন এত রূপে সেজে নিতে হয় না প্রয়োজন সজনী, আজ এলোচুলে খোঁপা বাঁধোনি কপালে কুমকুম, চোখে কাজল আঁকোনি হাতে সোনার চুড়ি-বালা, গলাতে যে মণিহার পরোনি তাই ক্ষতি যে নাই, প্রেম সে অলংকার হাতে সোনার চুড়ি-বালা, গলাতে যে মণিহার পরোনি তাই ক্ষতি যে নাই, প্রেম সে অলংকার মন যদি হয়ে থাকে মনেরই মতো তবে হবে ভালোবাসা এতটা যে আপন সজনী, আজ এলোচুলে খোঁপা বাঁধোনি কপালে কুমকুম, চোখে কাজল আঁকোনি চোখে ফোটে গোলাপ-হাসি, অধরের ভাষা নাই কী বলে যায়, আমাকে চায়, সুখে যে মরে যাই চোখে ফোটে গোলাপ-হাসি, অধরের ভাষা নাই কী বলে যায়, আমাকে চায়, সুখে যে মরে যাই চুপি চুপি সুখ এসে ডাকে সারাক্ষণ কবে পাবো দুজনাতে রাঙানো সে লগন সজনী, আজ এলোচুলে খোঁপা বাঁধোনি কপালে কুমকুম, চোখে কাজল আঁকোনি সজনী, আজ এলোচুলে খোঁপা বাঁধোনি কপালে কুমকুম, চোখে কাজল আঁকোনি হ্যাঁ, তবু তোমায় লাগছে ভালো, ছুঁয়েছো এ মন এত রূপে সেজে নিতে হয় না প্রয়োজন