Madhugandhe Bharao
Sivaji Chatterjee
3:24দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। আমার সুর গুলি পায় চরণ আমি পাইনে তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। বাতাস বহে মরি মরি আর বেঁধে রেখনা তরী বাতাস বহে মরি মরি আর বেঁধে রেখনা তরী এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে বেদনাতে বাঁশী বাজায় সকল বেলা যে। কবে নিয়ে আমার বাঁশী বাজাবে গো আপনি আসি কবে নিয়ে আমার বাঁশী বাজাবে গো আপনি আসি আনন্দময় নিরব রাতে নিবিড় আঁধারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। আমার সুর গুলি পায় চরণ আমি পাইনে তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে।