Sedin Dujone Dulechhinu Bone
Jayati Chakraborty
5:07সে দিন আমায় বলেছিলে আমার সময় হয় নাই, হয় নাই সে দিন আমায় বলেছিলে ফিরে ফিরে চলে গেলে তাই সে দিন আমায় বলেছিলে আমার সময় হয় নাই, হয় নাই সে দিন আমায় বলেছিলে তখনো খেলার বেলা বনে মল্লিকার মেলা পল্লবে পল্লবে বায়ু উতলা সদাই সে দিন আমায় বলেছিলে আমার সময় হয় নাই, হয় নাই সে দিন আমায় বলেছিলে আজি এল হেমন্তের দিন কুহেলীবিলীন, ভূষণবিহীন আজি এল হেমন্তের দিন কুহেলীবিলীন, ভূষণবিহীন বেলা আর নাই বাকি সময় হয়েছে নাকি দিনশেষে দ্বারে বসে পথপানে চাই সে দিন আমায় বলেছিলে আমার সময় হয় নাই, হয় নাই সে দিন আমায় বলেছিলে ফিরে ফিরে চলে গেলে তাই সে দিন আমায় বলেছিলে আমার সময় হয় নাই, হয় নাই সে দিন আমায় বলেছিলে