Tomar Naam Janine

Tomar Naam Janine

Sreeradha Bandyopadhyay

Длительность: 3:59
Год: 2008
Скачать MP3

Текст песни

তোমার নাম জানি নে, সুর জানি
তুমি শরৎ-প্রাতের আলোর বাণী
তোমার নাম জানি নে, সুর জানি

সারা বেলা শিউলিবনে
আছি মগন আপন মনে
শিউলিবনে
সারা বেলা শিউলিবনে
আছি মগন আপন মনে
শিউলিবনে

কিসের ভুলে রেখে গেলে
আমার বুকে ব্যথার বাঁশিখানি

তোমার নাম জানি নে, সুর জানি

আমি যা বলিতে চাই হল বলা
ওই শিশিরে শিশিরে অশ্রু-গলা
আমি যা বলিতে চাই হল বলা
ওই শিশিরে শিশিরে অশ্রু-গলা

আমি যা দেখিতে চাই প্রাণের মাঝে
সেই মুরতি এই বিরাজে
যা দেখিতে চাই প্রাণের মাঝে
সেই মুরতি এই বিরাজে
ছায়াতে-আলোতে-আঁচল-গাঁথা
আমার অকারণে বেদনার বীণাপাণি

তোমার নাম জানি নে, সুর জানি