Dekhecho Ki Taake

Dekhecho Ki Taake

Subhamita

Альбом: Brishti Paye Paye
Длительность: 4:01
Год: 2005
Скачать MP3

Текст песни

দেখেছো কি তাকে ঐ নীল নদীর ধারে?
বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম
জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়
মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চায়

দেখেছো কি তাকে ঐ নীল নদীর ধারে?
বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম
জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়
মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চায়

দেখেছো কি তাকে ঐ নীল নদীর ধারে?

ঝরা-পাতা উড়ে তাকে ছুঁয়ে বলে, যা, যা রে
এখানে বড়ই ফিকে সব, তুই যা, যা যা
তাই সে যায়, ছুটে বেড়ায় ধূসর প্রান্তরে
মেঘের গায় হাত বুলায়, রংধনুকে চায়

দেখেছো কি তাকে ঐ নীল নদীর ধারে?

আনমনা মেঘ দূরে যায় কেন, কে জানে?
কিছুতেই তার কাছে ধরা দেয় না, না না
তবুও তার মেঘে ওড়ার অন্তহীন টানে
ভিজে হাওয়ায় পাখিরা গায়, রংধনুকে চায়

দেখেছো কি তাকে ঐ নীল নদীর ধারে?

জানি একদিন মেঘের ঠিকানা সে পাবে
বলবে পাখিরা, "ওরে মেঘ, তুই গা, গা গা"
তোর কাছেই আসবে গান, তোর কাছেই যাবে
যারা হারায় রূপকথায়, রংধনুকে চায়

দেখেছো কি তাকে ঐ নীল নদীর ধারে?
বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম
জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়
মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চায়

দেখেছো কি তাকে ঐ নীল নদীর ধারে?