Dube Dube
Tanjib Sarowar
4:21আড়ি নিয়ে চলে গেলে আজ জানতে না চায় আমি নির্ঘুম নিরালায় কার সৃষ্টি তুুমি, কঠিন না সরল? কার পানে চেয়ে প্রশ্ন বিধাতার? কেন তুমি এমন বারেবারে ডাকো? না জানা সে স্বপনের ছলনায় যেন তুমি আছো কেন তুমি গেছো? শুনো কান পেতে ছলনায় শুনো না রাত হলে তুমি বেশি দেখা দাও কল্পনা হয়ে করো ছলনা আর তো পারি না সইতে দহন একটু এসে মন ছুঁয়ে যাও কার সৃষ্টি তুুমি, কঠিন না সরল? কার পানে চেয়ে প্রশ্ন বিধাতার? কেন তুমি এমন বারেবারে ডাকো? না জানা সে স্বপনের ছলনায় যেন তুমি আছো কেন তুমি গেছো? শুনো কান পেতে ছলনায় শুনো না নীল আসমান জানে, জানে এ ভুবন কতটা ভালবাসে তোমায় মন বোঝানো বড় দায় প্রেমের জ্বালায় পারি না ফেরাতে, প্রেম ছুঁয়ে দাও কার সৃষ্টি তুমি, কঠিন না সরল? কার পানে চেয়ে প্রশ্ন বিধাতায়? কেন তুমি এমন বারেবারে ডাকো? না জানা সে স্বপনের ছলনায় যেন তুমি আছো কেন তুমি গেছো? শুনো কান পেতে ছলনায় শুনো না