Mittha Shikhali

Mittha Shikhali

Tanjib Sarowar

Альбом: Hridmohini
Длительность: 4:48
Год: 2019
Скачать MP3

Текст песни

অন্তর পুইড়া গেল কবে
ধোঁকায় ডুইবা নিলো নদে
আমার ভাঙা তরী, নাহি লাগে জোড়া
ও নয়ন ভোলা, না রে যায় না পারা

মেয়ে তুই আমারে মিথ্যা শিখালি
মেয়ে তুই আমারে নিঃস্ব করিলি
মেয়ে তুই আমারে মিথ্যা শিখালি
মেয়ে তুই আমারে নিঃস্ব করিলি

অন্তর পুইড়া গেল কবে
ধোঁকায় ডুইবা নিলো নদে
আমার ভাঙা তরী, নাহি লাগে জোড়া
ও নয়ন ভোলা, না রে যায় না পারা

চোখ বুজিলে দেখবি আমায়
চোখ খুলিলে অনল
ও হাসবি এখন করবি তামাশা
চিনবি আসল নকল
আমার শয়নে তোরে ছাড়া
কিছু আসে না কি যে জ্বালা

আমার ভাঙা তরী, নাহি লাগে জোড়া
ও নয়ন ভোলা, না রে যায় না পারা

মেয়ে তুই আমারে মিথ্যা শিখালি
মেয়ে তুই আমারে নিঃস্ব করিলি
মেয়ে তুই আমারে মিথ্যা শিখালি
মেয়ে তুই আমারে নিঃস্ব করিলি

অযথা মোরে বুঝিলি ভুল
শুনলি না আপন কথা
ও জানি জানি আসবি জানি
রজনীর মালা সাজা

তোর রূপেতে কি সে মায়া
তাই ঘরেতে মন থাকে না
আমার ভাঙা তরী নাহি লাগে জোড়া
ও নয়ন ভোলা, না রে যায় না পারা

মেয়ে তুই আমারে মিথ্যা শিখালি
মেয়ে তুই আমারে নিঃস্ব করিলি
মেয়ে তুই আমারে মিথ্যা শিখালি
মেয়ে তুই আমারে নিঃস্ব করিলি

অন্তর পুইড়া গেল কবে
ধোঁকায় ডুইবা নিলো নদে
আমার ভাঙা তরী, নাহি লাগে জোড়া
ও নয়ন ভোলা, না রে যায় না পারা

মেয়ে তুই আমারে মিথ্যা শিখালি
মেয়ে তুই আমারে নিঃস্ব করিলি
মেয়ে তুই আমারে মিথ্যা শিখালি
মেয়ে তুই আমারে নিঃস্ব করিলি
মেয়ে তুই আমারে মিথ্যা শিখালি
মেয়ে তুই আমারে নিঃস্ব করিলি
মেয়ে তুই আমারে মিথ্যা শিখালি
মেয়ে তুই আমারে নিঃস্ব করিলি