Tomake Chai

Tomake Chai

Tanveer Evan

Альбом: Tomake Chai
Длительность: 3:59
Год: 2023
Скачать MP3

Текст песни

কোনো এক সকালে
তোকে প্রথম দেখেছি
মনের এই গভীরে
তোকে আমার করেছি

গোধূলির রং আলতো ছোঁয়ায়
ছুঁয়ে দে আমায় একটুখানি
সাঁঝ নেমে অন্ধকারে
হাতে হাত রেখে উড়ে বেড়াই
উড়ে বেড়াই

আজ ঘুরে ঘুরে মন উড়ে উড়ে
তোকে চাই কাছে বারে বার
মন দেওয়ানা, করে ছলনা
তোকে খুঁজে ফিরি বারবার

তোমাকে চাই, তোমাকে চাই
আমি শুরু থেকে শেষ তোকে চাই
তোমাকে চাই, তোমাকে চাই
আমি শুরু থেকে শেষ তোকে চাই

দেখে লাগে জানি কেমন
বোঝাতে পারিনি আমি তখন
মায়াভরা চোখে চেয়ে
আমাকে করেছে শেষ
আমিও হয়েছি পাগল

তোকে ছাড়া আমার কাটে না সময়
কীভাবে বোঝাই তোকে কত করে চাই
রাতদিন আমার কাটে নিরালায় ভেবে
কী জাদু চোখে, কী মায়া জড়ালে

আজ উড়ে উড়ে মন ঘুরে ঘুরে
তোকে চাই কাছে বারে বার
মন দেওয়ানা, করে ছলনা
তোকে খুঁজে ফিরি বারবার

তোমাকে চাই, তোমাকে চাই
আমি শুরু থেকে শেষ তোকে চাই
তোমাকে চাই, তোমাকে চাই
আমি শুরু থেকে শেষ তোকে চাই