Bristi Jhore Jai 2

Bristi Jhore Jai 2

Tausif

Альбом: Ayojon
Длительность: 5:23
Год: 2019
Скачать MP3

Текст песни

থাক না কিছু কষ্ট বুকেরই ভেতরে
থাক না কিছু কষ্ট বুকেরই ভিতরে
পড়ুক না শ্রাবণ দু'চোখ বেয়ে বেয়ে
তাতেও যে সুখ আছে বল না আমায়
বৃষ্টি ঝরে যায় মনের আঙিনায়

বৃষ্টি ঝরে যায় দু'চোখে জুড়ে
সখী গো, নিলা না খবর যতনে
বৃষ্টি ঝরে যায় দু'চোখে জুড়ে
সখী গো, নিলা না খবর যতনে

বোঝো কি তুমি, তোমায় আমি
ভালোবাসতাম কত না যতনে
ছিলে তুমি ছায়া হয়ে
মনেরই অজানা কোঠর জুড়ে

বৃষ্টি ঝরে যায় দু'চোখে জুড়ে
সখী গো, নিলা না খবর যতনে
বৃষ্টি ঝরে যায় দু'চোখে জুড়ে
সখী গো, নিলা না খবর যতনে

জানি তুমি আসবে ফিরে
এই মনেরই অন্তরালে
সাজবে জীবন ফুলে ফুলে
থেকো না আর দূরে সরে

বৃষ্টি ঝরে যায় দু'চোখে জুড়ে
সখী গো, নিলা না খবর যতনে
বৃষ্টি ঝরে যায় দু'চোখে জুড়ে
সখী গো, নিলা না খবর যতনে

থাক না কিছু কষ্ট বুকেরই ভেতরে
থাক না কিছু কষ্ট বুকেরই ভেতরে
পড়ুক না শ্রাবণ দু'চোখ বেয়ে বেয়ে
তাতেও যে সুখ আছে বল না আমায়
বৃষ্টি ঝরে যায় মনের আঙিনায়

বৃষ্টি ঝরে যায় দু'চোখে জুড়ে
সখী গো, নিলা না খবর যতনে
বৃষ্টি ঝরে যায় দু'চোখে জুড়ে
সখী গো, নিলা না খবর যতনে