Mon Keno Osohai

Mon Keno Osohai

Tausif

Альбом: Ayojon
Длительность: 4:09
Год: 2019
Скачать MP3

Текст песни

মন কেন এত অসহায়?
মন কেন এত অসহায়?
মনের ভেতরে রাখা তোমার ছবিটি আঁকা
সেই ছবি কেন মুছে যায়?
যত বেসেছি ভালো, সব হলো এলোমেলো
সুখেরই অসুখ কাঁদায়
মন কেন এত অসহায়?
মন কেন এত অসহায়?

ভালোবাসার দামে কিনেছি ব্যথা
সে ব্যথা-আকুলতা বোঝো কি তুমি
এ জীবনে যত স্বপ্ন-আশা
তুমিহীনা যেন মরুভূমি
কী অসহায় ভাবি ভালোবাসার দাবি
মুছে দিলে অবেলায়

মন কেন এত অসহায়?
মন কেন এত অসহায়?

যতটা দূর তুমি গিয়েছো চলে
পথ চেয়ে একা থাকবো আমি
জানি আবার ফিরে আসবে ভুলে
যত অভিমান অনুগামী
এ হারাবার বোঝা ফিরে আবার খোঁজা
হারালো সব এ খেলায়

মন কেন এত অসহায়?
মন কেন এত অসহায়?

মন কেন এত অসহায়?
মন কেন এত অসহায়?
মনের ভিতরে রাখা তোমার ছবিটি আঁকা
সেই ছবি কেন মুছে যায়?
যত বেসেছি ভালো সব হলো এলোমেলো
সুখেরই অসুখ কাঁদায়
মন কেন এত অসহায়?
মন কেন এত অসহায়?