Oviman
Tausif
4:29আকাশে বাতাসে উড়িয়ে দিলাম ভালোবাসা যত তোরই নামে আকাশে বাতাসে উড়িয়ে দিলাম ভালোবাসা যত তোরই নামে ইচ্ছে হলে গড়তে পারিস আবাস আমার মনের সংগোপনে বল না তুই, শুনবো আমি ভালোবাসিস আমায় একটুখানি ও প্রিয়া, তুই জানিস নাকি ভালোবাসি তোকে কতখানি? ও প্রিয়া, তুই জানিস নাকি ভালোবাসি তোকে কতখানি? বসে আছি আমি হাত বাড়িয়ে কেন যে থাকিস দূরে দূরে ইচ্ছে করে তোকে কাছে টেনে অধরখানি যাই যে ছুঁয়ে ও প্রিয়া, তুই জানিস নাকি ভালোবাসি তোকে কতখানি? ও প্রিয়া, তুই জানিস নাকি ভালোবাসি তোকে কতখানি? তোকে নিয়ে ভাসবে তরী অচিন দেশের অচিন নদী সুখের সাগর দেবো পাড়ি ভালোবাসিস আমায় যদি ও প্রিয়া, তুই জানিস নাকি ভালোবাসি তোকে কতখানি? ও প্রিয়া, তুই জানিস নাকি ভালোবাসি তোকে কতখানি? আকাশে বাতাসে উড়িয়ে দিলাম ভালোবাসা যত তোরই নামে আকাশে বাতাসে উড়িয়ে দিলাম ভালোবাসা যত তোরই নামে ইচ্ছে হলে গড়তে পারিস আবাস আমার মনের সংগোপনে বল না তুই, শুনবো আমি ভালোবাসিস আমায় একটুখানি ও প্রিয়া, তুই জানিস নাকি ভালোবাসি তোকে কতখানি? ও প্রিয়া, তুই জানিস নাকি ভালোবাসি তোকে কতখানি?