Ei Bukete (Feat. Rakib Musabbir)
Tausif
4:52এক আকাশের নিচে মন, তুই মন যমুনা হৃদয়ের মন্দিরে তুই যে প্রতিমা তারা গুনে গুনে রাত্রি কাটে তারা গুনে গুনে রাত্রি কাটে তোকে ছাড়া কেমনে বাঁচি বল তুই ছাড়া কেমনে থাকি বল তারা গুনে গুনে রাত্রি কাটে তারা গুনে গুনে রাত্রি কাটে তোর মনে মন রেখেছি বলে মেঘেরা অঝোরে বৃষ্টি ঝরায় তোর চোখে চোখ রেখেছি বলে স্বর্গসুখে দৃষ্টি হারায় তোকে ছাড়া কেমনে বাঁচি বল তুই ছাড়া কেমনে থাকি বল তারা গুনে গুনে রাত্রি কাটে তারা গুনে গুনে রাত্রি কাটে তোর মায়া ঠোঁট ছুয়েছি বলে বুকের অতলে ঝর্ণা বয় তোর জলে স্নান করেছি বলে প্রেমের কাহিনি আমার দুঃখ সয় তোকে ছাড়া কেমনে বাঁচি বল তুই ছাড়া কেমনে থাকি বল তারা গুনে গুনে রাত্রি কাটে তারা গুনে গুনে রাত্রি কাটে এক আকাশের নিচে মন, তুই মন যমুনা হৃদয়ের মন্দিরে তুই যে প্রতিমা তারা গুনে গুনে রাত্রি কাটে তারা গুনে গুনে রাত্রি কাটে তোকে ছাড়া কেমনে বাঁচি বল তুই ছাড়া কেমনে থাকি বল তারা গুনে গুনে রাত্রি কাটে তারা গুনে গুনে রাত্রি কাটে