Valo Nei

Valo Nei

Tausif

Альбом: Valo Nei
Длительность: 5:29
Год: 2019
Скачать MP3

Текст песни

ভালো নেই এ আমি
ভালো নেই তুমি ছাড়া
ভালো নেই মনের আকাশ
ভালো নেই চাঁদ-তারা

ভালো নেই এ আমি
ভালো নেই তুমি ছাড়া
ভালো নেই মনের আকাশ
ভালো নেই চাঁদ-তারা

নেই আমার ভালোবাসা
নেই আমার কবিতারা

দেখা হবে বন্ধু আবার
কোনো এক পথের বাঁকে
হয়তো সেদিন তুমি
নীরবে কাঁদবে

দেখা হবে বন্ধু আবার
কোনো এক পথের বাঁকে
হয়তো সেদিন তুমি
নীরবে কাঁদবে

ভালো নেই এ আমি
ভালো নেই তুমি ছাড়া
ভালো নেই মনের আকাশ
ভালো নেই চাঁদ-তারা

ভালো নেই সেই প্রজাপতিটা
বুকে করতো উড়াউড়ি
ভালো নেই সেই হৃদয়ে তুমি
উড়িয়েছিলে যে ঘুড়ি

ভালো নেই সেই প্রজাপতিটা
বুকে করতো উড়াউড়ি
ভালো নেই সেই হৃদয়ে তুমি
উড়িয়েছিলে যে ঘুড়ি

নেই আমার ভালোবাসা
নেই আমার কবিতারা

দেখা হবে বন্ধু আবার
কোনো এক পথের বাঁকে
হয়তো সেদিন তুমি
নীরবে কাঁদবে

ভালো নেই আমার হাসি-কান্না
দুঃখ আর অভিমান
ভালো নেই সেই তানপুরাটা
ভালো নেই সুর আর গান

ভালো নেই আমার হাসি-কান্না
দুঃখ আর অভিমান
ভালো নেই সেই তানপুরাটা
ভালো নেই সুর আর গান

নেই আমার ভালোবাসা
নেই আমার কবিতারা

দেখা হবে বন্ধু আবার
কোনো এক পথের বাঁকে
হয়তো সেদিন তুমি
নীরবে কাঁদবে

ভালো নেই এই আমি
ভালো নেই তুমি ছাড়া
ভালো নেই মনের আকাশ
ভালো নেই চাঁদ-তারা

ভালো নেই এই আমি
ভালো নেই তুমি ছাড়া
ভালো নেই মনের আকাশ
ভালো নেই চাঁদ-তারা

নেই আমার ভালোবাসা
নেই আমার কবিতারা

দেখা হবে বন্ধু আবার
কোনো এক পথের বাঁকে
হয়তো সেদিন তুমি
নীরবে কাঁদবে

দেখা হবে বন্ধু আবার
কোনো এক পথের বাঁকে
হয়তো সেদিন তুমি
নীরবে কাঁদবে

ভালো নেই এই আমি
ভালো নেই তুমি ছাড়া
ভালো নেই মনের আকাশ
ভালো নেই চাঁদ-তারা