Bhogoban
Arindom
4:23উৎস খুঁজতে গিয়ে কখনো পথ হারিয়ে যায় যার যাকে পাওয়ার, সে তাকেই হারায় যে দলের যে পতি, সে কিন্তু একা দূর থেকে লাগে সোজা, হাঁটতে গেলেই বাঁকা তবুও কেমন পথ, পথের ধারে বাড়ি স্বপ্নে আমি সফল, বাস্তবে না পারি তাই বুঝতে হবে তোকে শুধু সত্যি মিথ্যে ঝোঁকে যে যা বলে বলুক লোকে ঘুরে তাকাস না