Protikkha

Protikkha

Warfaze

Альбом: Shotto
Длительность: 5:29
Год: 2012
Скачать MP3

Текст песни

দুঃস্বপ্নের শেষ সীমানায়
চমকে ঘুম ভেঙে যায়
জেগে দেখি তুমি পাশে নাই
চোখ পড়ে খোলা জানালায়
জোছনায় আলো নেই আর
হতাশার কালো আঁধার
নির্বাক রয় ধরণী
দুঃখ যেন আমারই

এক ঝিমধরা দিবা স্বপনে
আনাগোনা সন্দেহে
আমি একা মেতে উঠি
পুণ্যে বিকশিত পাপের খেলায়
কারাগারের অবহেলায়
পচন ধরে মনে, শরীরে
কবে আসবে ফিরে ভালোবাসা
কবে আসবে ফিরে ভালোবাসা

জীবনের সব আশায়
হতাশার আলিঙ্গনে
ঘুণ ধরা স্বপ্নগুলো
সব যেন এলোমেলো
স্মৃতি নিয়ে আমি একা
ভাসমান এই জীবন
তাই বুঝি বেঁচে থাকা
জানি না শেষ কোথায়

এক গোলক ধাঁধায় আটকে পড়া অবনত হৃদয়ে
দিশেহারা ছুটি আমি
রাতের আলোকিত নগর-প্রণয়
ভালোবাসার প্রতারণায়
পচন ধরা বিশ্বাসে, আশায়
কবে আসবে ফিরে ভালোবাসা
কবে আসবে ফিরে ভালোবাসা